লোহাগাড়ায় যুবকের কাছ থেকে ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০১-৩০ ১১:৫৬:১৬

লোহাগাড়ায় যুবকের কাছ থেকে ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

লোহাগাড়ায় যুবকের কাছ থেকে ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আলমগীর হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় পুলিশের পেট্রোল গাড়ি হোটেল হাইওয়ের সামনে একজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামানো হলে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে তল্লাশি করে পেন্টের পকেট থেকে দুই রাউন্ড এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে বাসায় তল্লাশি করে আরো দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আলমগীর হোসেন আমিরাবাদ ইউনিয়নের (জমিদারপাড়া) নুরুল গণির সন্তান।

এসআই শরিফুল ইসলাম বলেন, আমি আমার টিম নিয়ে নিয়মিত পেট্রোল করছিলাম, লোহাগাড়া থেকে চুনতি যাওয়ার সময় হোটেল হাইওয়ের সামনে তাকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামালে সে পালিনোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশি করলে দুই রাউন্ড, এবং তার ঘরে আরো দুই রাউন্ড কার্তুজ পাই। আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ