আগামী শনিবার থেকে পর্যটক ভ্রমণ বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০১-২৯ ১৯:৩৯:২৮

আগামী শনিবার থেকে পর্যটক ভ্রমণ বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে

শনিবার থেকে পর্যটক ভ্রমণ বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে
 নিজস্ব প্রতিবেদক :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমনের শেষ হচ্ছে চলতি মাসেই। ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা রয়েছে। দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানালেও এ নিয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সেন্টমার্টিনের হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এমএ রহিম জিহাদী জানান, ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত রাখার জন্য সরকারের কাছে তারা আবেদন করেছেন। এখনও সিদ্ধান্ত আসেনি। ফেব্রুয়ারিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী নয় মাস সেখানে পর্যটক যেতে পারবেন না বলে জানান তিনি। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের অনুমোদন রয়েছে। সরকার বর্ধিতকরণের কোন নির্দেশনা না দিলে সেক্ষেত্রে আগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ