বার্তা পরিবেশক : শেখ হাসিনা দেশের ইতিহাসে নিকৃষ্ট স্বৈরাচার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল ক্ষেত্রে ইতিহাসকে বিকৃত করেছে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৫টায় পালংখালী জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত জিএস ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে তালিকা টাঙানো হয়েছিল সেখান থেকে তারা অধ্যাপক গোলাম আজমের নামকে মুছে দিয়েছেন। সলিম উল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দটা তারা মুছে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা ছিল সেই আরবি শব্দটিও তারা সহ্য করতে পারেননি। যেখানে ইসলাম সেখানে আওয়ামী লীগ থাকে না। যেখানে গণতন্ত্র সেখানে আওয়ামী লীগ থাকে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা অধিকাংশ নাগরিকদের তার দাসে পরিণত করেছিলেন। শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে একটি সাময়িক পরিবর্তন হয়েছে। একে স্থায়ী রূপ দিতে হলে প্রয়োজন সৎ লোকের শাসন ও আল্লাহর আইন। নতুন বাংলাদেশে পুরাতন কাউকেই ক্ষমতায় দেখতে চাই না। আমরা কাজের মাধ্যমে দেশবাসীর প্রকৃত ভালোবাসা অর্জন করতে চাই।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে সুশাসন কায়েম করতে যোগ্য লোক তৈরি করছে। এ দেশে আল্লাহর আইন কায়েম করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
পালংখালী ইউনিয়ন জামায়াতের আমির আবুল আলা রোমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরো আলোচনা পেশ করেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি জাহেদুল ইসলাম খন্দকার, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, মাওলানা নুরুল হক, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল করিম, মাওলানা মনসুর আলম, মুহাম্মদ শাহজাহান প্রমুখ।