বার্তা পরিবেশক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে শ্রমিক নেতা নাছির উদ্দীনকে সভাপতি এবং মহিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাদে এশার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে নাছির উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক ও শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, জেলা অর্থ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নাছির উদ্দীনকে সভাপতি ও মহিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এক শক্তিশালি কমিটি ঘোষণা করেন শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার।
তাদের নেতৃত্বে আগামীতে বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় ভূমিকা রাখার জন্য উপস্থিত নেতকর্মীদের তিনি দিক নিদের্শনা প্রদান করেন।