নিউজ ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনের পর বসে নেই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দল গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের যুগপৎ প্রস্তুতি নিচ্ছে দলটি। শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর মুক্ত পরিবেশে এবার ১০ সাংগঠনিক বিভাগে তৃণমূলে জাতীয় সম্মেলন করছে বিএনপি, যা ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এবার তৃণমূলে ‘ভোটের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে নেতৃত্ব’। প্রতীক্ষিত সম্মেলন ঘিরে বিএনপির তৃণমূলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বহুদিন পর উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদপ্রত্যাশীরা সম্মেলন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ডেলিগেট-কাউন্সিলরদের কাছে ছুটে যাচ্ছেন পদপ্রত্যাশীরা। জেলায় জেলায় চলছে ভোটার তালিকা ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতির কাজ। ৬০-৯০ দিনের ভেতরে সারা দেশে তৃণমূলে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে গত ২৫ নভেম্বর দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এসব কর্মকাণ্ড তদারকি করছেন বলে জানা গেছে।
বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, নানা কারণেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড। সেজন্য নানা কৌশলে এগোচ্ছেন নীতিনির্ধারকরা। তৃণমূলে ব্যাপকভাবে ধানের শীষের প্রচার ও গণসংযোগ করার পাশাপাশি সম্মেলনের মাধ্যমে তৃণমূলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চলছে নানামুখী কর্মযজ্ঞ। পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের আগামীর করণীয়, ‘খালেদা জিয়ার ভিশন-২০৩০’, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নসহ নানা প্রতিশ্রুতি। এসব কর্মসূচিতে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য এমপি প্রার্থীরাও। জেলা ও মহানগর সম্মেলনের শেষে আসতে পারে জাতীয় কাউন্সিলের ঘোষণা।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, আমাদের লক্ষ্য সম্মেলনের মাধ্যমে তৃণমূলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা। সেইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনেরও প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা তাদের পছন্দের ব্যক্তিকে নেতা নির্বাচিত করতে পারবেন। তবে এসব সম্মেলন শেষে জাতীয় কাউন্সিলের ঘোষণা আসবে কি না এখনই বলা যাচ্ছে না, বলেন ড. মোশাররফ।
সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি হলে সঠিক মানুষ নেতৃত্বে আসবে এবং সঠিক মানুষ চেয়ারে বসবে। তারেক রহমান যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, যা দেশ ও দলের জন্য মঙ্গলজনক।
জানা গেছে, মহানগর ও জেলার কমিটি গঠনের ক্ষেত্রে অনেকটা কৌশলী বিএনপি। যারা আগামী দিনে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে আসতে পারেন বা নির্বাচন করবেন তাদের আহ্বায়ক কমিটির সদস্য পদে পদায়ন করা হয়েছে। দেখা গেছে, এরাই কয়েক বছর সভাপতি বা সাধারণ সম্পাদক ছিলেন, আগামী দিনেও একই পদে চলে আসছেন। অনেক ইউনিটে তিন থেকে চারজন করে সম্ভাব্য পদপ্রত্যাশী রয়েছে। এ নিয়ে সেসব এলাকায় গ্রুপিং-দ্বন্দ্ব শুরু হয়েছে। ঘটেছে অনুসারীদের মধ্যে মারামারির মতো ঘটনাও। সম্প্রতি ঝিনাইদহে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। তবে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূলের নেতারা। সংশ্লিষ্টরা বলছেন, সম্মেলনের মাধ্যমে কমিটি হলে সঠিক মানুষটি নেতৃত্বে আসবেন এবং সঠিক মানুষ চেয়ারে বসবেন। কারণ তৃণমূল চেনে কারা রাজপথে ছিল আর কারা ছিল না। এতে করে যারা লবিংয়ে নেতা হতে চেয়েছিলেন তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, যা দেশ ও দলের জন্য মঙ্গলজনক।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্মেলনের মাধ্যমে সব বিভাগের কমিটি শেষ করার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ১০ নেতা। এরই মধ্যে এসব নেতা দায়িত্বপ্রাপ্ত এলাকায় কর্মকাণ্ড শুরু করেছেন। সম্প্রতি বরিশাল বিভাগের কমিটি গঠন নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি নিজেই এক বিজ্ঞপ্তিতে বরিশাল বিভাগ বিএনপির সব ইউনিটের তৃণমূল পর্যায়ের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি বাতিল করার ঘোষণা দিয়েছেন। কাউন্সিল সফল করার লক্ষ্যে সাংগঠনিক নিয়মবহির্ভূতভাবে গঠিত বরিশাল বিভাগের অধীন সব ইউনিট কমিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘোষণায় পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগে দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। এরই মধ্যে তিনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম কালবেলাকে বলেন, সম্মেলন ঘিরে তৃণমূলে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত এবং তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। মানুষজনও সাড়া দিচ্ছেন। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে দল গোছানোর পাশাপাশি আগামী নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছি। কেননা মানুষ এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। আমরা দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন চাই। ৫ আগস্ট স্বৈরাচারের পতন হলেও মানুষের কাঙ্ক্ষিত বিজয় এখনো আসেনি। আমরা চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।
জানা গেছে, সম্প্রতি রাজশাহীর জেলার নোয়াহাটা ও কেশবহাট পৌর কমিটি এবং মোহনপুর উপজেলা বিএনপি কমিটি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শিগগিরই বাঘাসহ অন্যান্য উপজেলায় সম্মেলন করার প্রস্তুতি চলছে। ঠিক একইভাবে বিভাগের অন্য জেলাগুলোতে কোথাও সম্মেলন হয়েছে, আবার কোথাও প্রস্তুতি চলছে। সম্মেলন ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা ব্যাপক উদ্দীপনা ও উজ্জীবিত বলে জানিয়েছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন। তিনি বলেন, এবারের সম্মেলন ঘিরে ব্যাপক সাড়া পাচ্ছি। সম্মেলন থেকে আমরা বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং রাষ্ট্র মেরামতে ৩১ দফা রূপরেখা তুলে ধরছি। জনগণও আমাদের সঙ্গে একমত। আশা করি, নির্ধারিত সময়ে বাকি উপজেলা সম্মেলন শেষ করতে পারব।
জানা যায়, বাগেরহাট জেলার উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের সম্মেলন সফলভাবে শেষ করার লক্ষ্য চারটি তদারকি টিম গঠন হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়কারী এমএ সালাম কালবেলাকে বলেন, ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে সম্মেলনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে। তদারকি টিম ওয়ার্ড থেকে উপজেলা সম্মেলন ও ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ করবেন। আশা করি, শিগগিরই ভোটের তফশিল ঘোষণা ও নির্বাচন কমিশন গঠন হবে। থানা-উপজেলার কমিটি শেষেই নির্ধারিত সময়ে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করা সম্ভব হবে।
এ ছাড়া ফরিদপুর বিভাগের আওতাধীন জেলা-উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের তোড়জোড় চলছে। ইলেকশন কমিশন, ভোটার তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই এবং আপিল কমিটি গঠনের কাজ চলছে। বিভাগের দায়িত্বশীল নেতারা জানান, প্রার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ডেলিগেট-কাউন্সিলরদের তালিকা। শর্ত হচ্ছে ৫ আগস্টের আগের বিএনপির তালিকা দিতে হবে। বিশেষ করে ১৬ বছর যারা ঘুমিয়ে ছিলেন তাদের নাম দেওয়া যাবে না। যদি কেউ কারও বিরুদ্ধে আপত্তি থাকে তা নিষ্পত্তির জন্য আপিল কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হবে। তবে নির্বাচন ও আপিল কমিটিতে যারা দায়িত্বে থাকবেন তারা পরে নেতৃত্বের কোনো কাঠামো আসতে পারবেন না।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগের দলনেতা ড. আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক চর্চার রোলমডেল হবে ফরিদপুর। সত্যিকার অর্থে ডেমোক্রেসি দেখতে ফরিদপুর বিভাগের বিএনপির সম্মেলনে গেলে দেখতে পাবেন। সম্মেলনের মাধ্যমে ভোটাররা যাকে ভোট দিয়ে নেতা বানাবেন তিনিই নেতা হবেন।
রংপুর বিভাগের জেলাগুলোর থানা, পৌর, উপজেলা ও ইউনিয়নের কমিটি গঠনের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত জেলার নেতাদের সঙ্গে আলোচনা, ভোটার তালিকা তৈরি, নির্বাচন কমিশন গঠন ও সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা হচ্ছে। তবে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া নেতাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। এই বিভাগের দলনেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কিছু জেলায় সম্মেলনে বাকি রয়েছে। আশা করি, বেঁধে দেওয়া সময়সীমা অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে ভোটের মাধ্যমে সব ইউনিটের কমিটি শেষ করা সম্ভব।