বিনোদন ডেস্ক: একজন পর্নো তারকা সব সময় অশ্লিলই থাকেন! বলিউডে পা রেখে সাফল্য পেয়েছেন প্রাক্তন পর্নোস্টার সানি লিওন। আর বিগ বস সম্পর্কে আমারা কে না জানি? ভারতের একটি জনপ্রিয় শো, যেখানে সানি লিওন অংশগ্রহণ করার পর তার পরিচিতি এতটাই বৃদ্ধি পেলো যে তিনি পর্নো তারকা থেকে হয়ে গেলেন বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী। তারপর একের পর এক ছবিতে অভিনয় করে বলিউডে ভক্তদের মন মাতাচ্ছেন সাবেক এই পর্নো তারকা। তবে এত কিছুর পরও বিতর্ক আর সমালোচনা কখনও পিছু ছাড়ছে না তার। এবার তার বিরুদ্ধে উঠলো এক নতুন অভিযোগ। তিনি না কি পর্নো ওয়েবসাইট চালান! এরই সূত্র ধরে গোয়ার মারগাঁও-এর অরুণ পারেলেকর নামের এক বাসিন্দা সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ করে পুলিশের কাছে একটি মামলা করেন। তার অভিযোগ, ‘জিসম-২’ ছবির অভিনেত্রী সানি ওরফে করনজিত কৌর ভহরা একটি পর্নোগ্রাফির ওয়েবসাইট চালান। ওয়েবসাইটটিতে রয়েছে সানির নগ্ন ছবি ও ভিডিও। তার দাবি, সানির এই কাজ মহিলাদের অশালীনভাবে তুলে ধরা সংক্রান্ত আইনের ধারা এবং ২০০০-এর তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা অনুযায়ী অপরাধ। মরগাঁও টাউন থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন তিনি। তার আরো অভিযোগ এই ওয়েবসাইটটি দেখার ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতাও রাখা হয়নি। যে কেউ চাইলেই দেখতে পাবে ওয়েবসাইটটি। সেইসঙ্গে তিনি আরো জানিয়েছেন, সাইটটির ছবি, ভিডিও এবং বিষয়বস্তুও খুবই অশ্লিল। সূত্র থেকে আরো জানা গেছে, সানির এই ওয়েবসাইটটির গুণগতমান এতই ভালো যে প্রত্যেকটি ভিডিও হাই ডেফিনেসন(এইচডি) যা দেখতে হলে খরচ করতে হবে ৯৯ সেন্ট এবং ডাউনলোড করতে হলে গুণতে হবে ২-৩ ডলার। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে সানির অভিনীত ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিটি। ছবিটি নিয়ে এরই মধ্যে নয়া বিতর্কে জড়িয়েছেন সানি লিওন। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া