নিউজ ডেস্ক : প্রধান বিচারপতিসহ আপিল ডিভিশনের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল থেকে মিছিলের পর মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে আসছেন শিক্ষাথীরা।
সরেজমিনে দেখা যাচ্ছে, শিক্ষাথীরা প্রধান বিচারপতিসহ আপিল ডিভিশনের বিচারপতিদের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন, ‘সারা বাংলায় আওয়াজ তোলো, বিচার বিভাগ স্বাধীন করো,’ ‘বিচারপতিদের দালালি, চলবে না, চলবে না’।
এছাড়া শিক্ষার্থীরা প্লেকার্ড দেখা যাচ্ছে, ‘বিচার বিভাগ শেখ হাসিনার দালাল, দালাল মুক্ত বিচার বিভাগ চাই’, ‘দফা এক, দাবি এক, প্রধান বিচারপতির পদত্যাগ’, ‘ক্যু করে আন্দলোন বন্ধ করা যাবে না’।
সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে এ সভা স্থগিত করা হয়।
এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুলকোর্ট সভা বন্ধের আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।