নিউজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম কোর্ট।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের আদালতের হাজতখানায় নেয়া হয়। পুলিশ চাওয়া ১০ দিনের রিমান্ডই মঞ্জুর করেছে আদালত।
এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিল না। তাদের পক্ষে কোনো আইনজীবী ওকালতনামা জমা দেয়নি। একইসাথে রাষ্ট্রপক্ষে কোনৈা আইনজীবী উপস্থিত ছিল না। হত্যা মামলার বাদি আদালতে উপস্থিত হয়ে সন্তান হত্যার বিচার চান।
গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
বুধবার দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিকেলে তাদের সেখানে নেয়া হয় বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালাত প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বহনকারী গাড়িতে বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা ছুড়ে মেরেছে বলে জানা গেছে।
সেখানে দুপুর থেকেই বিক্ষোভ করছে আইনজীবীরা। এ সময় তাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।
শত শত আইনজীবীকে জুতা হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। অনেকের হাতেই ডিম দেখা যায় ওই সময়।