বার্তা পরিবেশক : কক্সবাজার সিটি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ২০ কোটি টাকার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় কলেজের বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলনে গভর্নিং বডির সদস্য এড. রফিকুল ইসলাম এ অভিযোগ করেন। এ সময় বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক আরিফুল ইসলাম ও অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক শারায়াত পারভিন লুবনা, অধ্যাপক আশফাকুর রহমান, অধ্যাপক নুরুল ইসলাম ও অধ্যাপক জহিরুল হকসহ অন্যান্যরা।
সম্মেলনে কলেজের অধ্যক্ষ ক্য থিং অংয়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়। দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা না নিলে কঠোর থেকে কঠোরতর কর্মসুচি ঘোষণা করার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
দুর্নীতির শ্বেতপত্রে উল্লেখ করা হয় :
২০০০ সালে তৎকালীন গভর্নিং বডির সভাপতি সরকারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এথিন রাখাইন স্বজনপ্রীতির মাধ্যমে তাহার স্বামী ক্য থিং অং-এর কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন।
২০১৭ সাল থেকে শিক্ষক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের কর্তনকৃত প্রায় ৮ কোটি টাকা (৭ কোটি ৪৩ লক্ষ ১০ হাজার ৮ শত ১৩ টাকা, কলেজের অভ্যন্তরীণ হিসাব কমিটির হিসাব মতে) জমা না করে আত্মসাৎ এর অভিযোগ আনা হয় অধ্যক্ষের বিরুদ্ধে।
শিক্ষক কর্মচারীদের প্রায় ৩০ মাসের বেতন বাবদ প্রায় ১০ কোটি টাকা (৯ কোটি ৫৮ লক্ষ ৫৩ হাজার ৩ শত ৭৯ টাকা, অভ্যন্তরীণ হিসাব কমিটির হিসাব মতে, নভেম্বর ২০২৪) বকেয়া রেখে অধ্যক্ষ নিজের সব পাওনা (বেতন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি) অগ্রিম আদায় করে নিয়েছেন।
বিনা টেন্ডারে বঙ্গবন্ধু মোরাল নির্মাণের নামে ৬ লক্ষ ৮৭ হাজার ৩ শত ২৫ টাকা ব্যয় করেছেন, অথচ সরকার থেকে প্রাপ্ত অনুদানের টাকার কোন হদিস নেই।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ সরকারের ঘনিষ্ট লোক হওয়া সত্ত্বেও সরকারি অর্থায়নে ভবন নির্মাণের চেষ্টা না করে নিজস্ব অর্থায়নে ৬ তলা বিশিষ্ট টেন্ডারবিহীন দু’টি ভবন নির্মাণ করেন যেখানে ১০ কোটি টাকা ব্যয় দেখানো হয়। অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী বিধিমালা বহির্ভূতভাবে নির্মাণ কমিটির সদস্যদের স্বাক্ষর ও অর্থ কমিটির অনুমোদন ছাড়াই অধ্যক্ষের স্বাক্ষরে বিল ভাউচার করে অধিকাংশ টাকা আত্মসাৎ করেছেন। বিধি বহির্ভূতভাবে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিলেও একজন নিয়মিত হিসাবরক্ষক নিয়োগ প্রদান করেননি।
গভর্নিং বডির অগোচরে একাউন্টসের সাথে যোগসাজশের মাধ্যমে বিভিন্ন সময় কলেজ ফান্ড থেকে বিধি বহির্ভূতভাবে ৭৮ লক্ষ টাকা ঋণ গ্রহনের নামে টাকা উত্তোলন করে কলেজ ফান্ডে কৃত্রিম সংকট তৈরি করেন। অধ্যক্ষ প্রতি বছর অতিরিক্ত দায়িত্ব পালনের (ভর্তি কমিটি, ফরম ফিলাপ কমিটি, পরীক্ষা পরিচালনা কমিটি ইত্যাদি) সম্মানি বাবদ নীতিমালা বহির্ভূতভাবে বছরে ৪৪ লক্ষ টাকা গ্রহন করেছেন।
সাবেক শিক্ষামন্ত্রী নিজেই কলেজ জাতীয়করণের প্রস্তাব দেয়ার পরও অধ্যক্ষ কলেজ জাতীয়করণের উদ্যোগ গ্রহন না করে বিভিন্ন সময় কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন।
কলেজ প্রতিষ্ঠাকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রদত্ত ৫ একর জায়গা কলেজের নামে রেজিস্ট্রির কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রেখে ফাইল তদবিরের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যেখানে প্রতি বছর ২৫ কোটি টাকার লেনদেন হয়, সেখানে নিয়মিত হিসাবরক্ষক নিয়োগ না দিয়ে অধ্যক্ষের অনুগত কর্মচারীদেরকে হিসাব শাখায় বিধিবহির্ভূত আর্থিক লেনদেন সম্পন্ন করে এসেছেন।
সীমাহীন দুর্নীতি ও অনিয়ম নিয়ে গভর্নিং বডি অনুমোদিত অভ্যন্তরীণ অডিট কমিটির তদন্ত কার্যক্রম চলাকালে অধ্যক্ষ তার দুর্নীতি ও অনিয়মকে ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে গত ১ জানুয়ারি অভ্যন্তরীণ অডিট কমিটির অগোচরে গভর্নিং বডির অনুমোদনহীন নিজস্ব মর্জি মাফিক কোম্পানি অডিটকে দিয়ে অডিট দেখিয়ে উক্ত অডিট কোম্পানিকে ১ লক্ষ টাকা উৎকোচ প্রদান করেন।
শিক্ষামন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতাবিধি লঙ্ঘন করে তার উপরিউল্লিখিত দুর্নীতি ধামাচাপা দেয়ার লক্ষ্যে অপেক্ষাকৃত জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদানের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যার কারনে কলেজে দীর্ঘ মেয়াদী অচলাবস্থা তৈরি করেছেন।
এনিয়ে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম নিরসন দূর করতে ও সম্ভাব্য অচলাবস্থা নিরসনকল্পে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং সচেতন জেলাবাসীর হস্তক্ষেপ কামনা করেন বৈষম্য বিরোধী শিক্ষক ও কর্মচারিগণ।