সিপিপি'র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার পেলেন ইসহাক - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২২ মার্চ ২০২৩ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০৩-১২ ১৪:১৯:৩৪

সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার পেলেন ইসহাক

সিপিপি'র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার পেলেন ইসহাক

সংবাদ বিজ্ঞপ্তি : ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক ২০২৩ সালের সম্মাননা পুরষ্কার পেয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের ইউনিট টিম লিডার মোহাম্মদ ইসহাক।

দুর্যোগ ঝুঁকিহ্রাসের অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। শুক্রবার (১০ মার্চ) সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তন এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

তার হাতে পুরষ্কারের মেডেল ও সনদপত্র তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। মোহাম্মদ ইসহাক দীর্ঘ ১৭ বছর ধরে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক হিসেবে জড়িত আছেন। তিনি নিজ ব্যবসা বাণিজ্য ছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার কন্ঠ এর নির্বাহী সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত আছেন।

এ নিয়ে মোহাম্মদ ইসহাক জানান, দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে সকলের দোয়া ও ভালবাসায় আজ পূরণ হয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের কাছে আজীবন কৃতজ্ঞ রইলাম।

আরো সংবাদ