বার্তা পরিবেশক : উখিয়া উপজেলার “সিপিপি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরষ্কার-২০২৩” জাতীয় পুরষ্কার প্রাপ্ত হওয়ায় এস বাবুল আবছারকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন সোনার পাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ।
সোনার পাড়া ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শাহ আলম, বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি ডাঃ মাওঃ মোঃ আবুল বশর,সাধারন সম্পাদক শাহ জাহান, সদস্য মোহাম্মদ হোছন, সদস্য আবু ছৈয়দ, সিপিপি উখিয়া উপজেলা টিম লিডার এবিএম আবুল হোসেন রাজু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়নের ৩ নং ইউনিট টিম লিডার মোস্তাক,৭ নং ইউনিট টিম লিডার ইউসুফ, ৯ নং ইউনিট টিম লিডার ফারুখ, খুনিয়া পালং ইউনিয়ন, ইউনিট-৩ টিম লিডার ইন্টার্ন এডভোকেট ও সাংবাদিক মোঃ ইসমাইল, সিপিপি ক্যাম্প সুপারভাইজার জুহুর আলম, ক্যাম্প সুপারভাইজার আরিফ, ক্যাম্প ফোকাল শাহজাহান শান্ত, ক্যাম্প ফোকাল জসিম, হলদিয়া পালং ৪ নং ইউনিটের সিপিপি স্বেচ্ছাসেবক জসিম উদ্দিন, রাজা পালং ইউনিয়ন ডেপুটি টিম লিডার মো: ইসমাইলসহ প্রমুখ।