নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। আজ রোববার (১২ মে) ভোরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত এলাকায় ৪৮নং পিলারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নুরুল্লাহ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সীমান্ত দিয়ে প্রায়ই চোরাইপথে পণ্য আনার জন্য বাংলাদেশি নাগরিকরা মিয়ানমারের অভ্যন্তরে আসা যাওয়া করে। সদর ইউনিয়নের বাসিন্দা নুরুল্লাহ ও কয়েকজন মিলে পণ্য আনার জন্য মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ঢোকে। রোববার ভোরে তাদের দেখতে পেয়ে গুলি করে আরাকান আর্মির সদস্যরা। এসময় নুরুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার সঙ্গে থাকা অন্য বাংলাদেশিরা এসে তার পরিবার বিষয়টি অবগত করে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে একজন নিহত হয়েছে। এ বিষয়ে খোঁজ- খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক দিন আগেও নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি নাগরিক আহত হয়।