কক্সবাজার : টেকনাফের নাফনদী সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাতে উপজেলার সাবরাংয়ের শোয়ারীগোদা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির অভিযানের মুখে দুই মাদক পাচারকারী পালিয়েছে বলে জানিয়েছে বিজিবি।
২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হয়ে আসার খবর পেয়ে বিজিবির একটি বিশেষ দল অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই মাদককারবারী এক লাখ ইয়াবা ফেলে পালিয়ে যায়। এই মাদক পাচারে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।