সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণে ১ জনের পা বিচ্ছিন্ন, আহত ৩ - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০১-২৪ ১৩:১২:৩৭

সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণে ১ জনের পা বিচ্ছিন্ন, আহত ৩

সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণে ১ জনের পা বিচ্ছিন্ন, আহত ৩

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় নো ম্যান্স জোনে  পৃথক মাইন বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। তারমধ্যে আলী হোসেন (৪০) নামক একজনের বাঁ-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২৪-জানুয়ারি) সকালে মায়ানমার সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্তের শূণ্যরেখায় এ ঘটনা ঘটে। মায়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ ও গোলযোগের কারণে, সেখানকার বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আহত আলী হোসেন আশারতলী গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

এদিকে সকাল সাড়ে ১০টায় সীমান্তের আরেক পয়েন্ট জামছড়ি এলাকায় মাইন বিস্ফোরণে স্থানীয় আরিফ উল্লাহ (৩০) গুরুতর আহত হন। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাফর আলমের ছেলে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়াও উপজেলার দোছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, মুজিবুর রহমানের ছেলে রাসেল আহত হয়েছে। তারা প্রত্যেকেই সীমান্ত রেখা অতিক্রম করে পণ্য ও গরু আদান প্রদানের কাজে নিয়োজিত বলে স্থানীয়ভাবে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান,  আহত আলী হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে চোরাকারবারের অভিযোগ রয়েছে। তারা সীমান্তের ৪৭নং সীমান্ত পিলারের কাছে ২ এস পয়েন্টে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন আহত আলী হোসেনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা আর জানান, বেশ কিছু দিন ধরে বাংলাদেশ থেকে মায়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে আসছে ইয়াবাসহ অবৈধ গরু।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে দুইজন আহত হওয়ার খবর শুনেছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখভাল করলেও উপজেলা প্রশাসন এ ব্যাপারে  সজাগ রয়েছে।

এদিকে, প্রতিদিন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী, ফুলতলী, জামছড়ি, চাকঢালা, লেমুছড়ি, ঘুমধুম ও তুমব্রু এলাকা দিয়ে লাখ লাখ টাকার মালামাল পাচার হচ্ছে মায়ানমারে। এর সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে। এ প্রসঙ্গে বিজিবির এক কর্মকর্তা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এসব কাজে জড়িত। ইদানিং চোরাকারবারিরা প্রতিটি এলাকায় সিন্ডিকেট মজবুত করেছে। তবে বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে সতর্ক অবস্থায় রয়েছে।

আরো সংবাদ