সীমান্তে মায়ানমারের গোলাগুলির শব্দ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২৪-১১-১২ ১২:৪৮:৫৮

সীমান্তে মায়ানমারের গোলাগুলির শব্দ

সীমান্তে মfয়ানমারের গোলাগুলির শব্দ

কক্সবাজার :  টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মfয়ানমারে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পূর্ব পাশে মায়ানমার থেকে ভেসে আসা বিস্ফোরণের শব্দে এপারের মানুষ আতঙ্কে পড়েছে। যার কারনে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন। আর বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসেন।

তিনি জানান, মায়ানমার থেকে ফের গোলাগুলি-বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। সেই শব্দে এপারেও কয়েকবার কেঁপে উঠেছে। অনেক বাসিন্দারা আতঙ্কে রাত পার করেছেন।

সাবরাং নয়াপাড়ার বাসিন্দা সাজ্জাদ বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী অস্ত্রের শব্দ ভেসে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে কম্পন অনুভুত হয়। এখানকার মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। সাইফুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, এরকম শব্দ এর আগে কখনও শুনেনি। মনে হচ্ছিল গোলাগুলি-বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি ভেঙ্গে পড়ছে।

আরো সংবাদ