জসিম সিদ্দিকী, কক্সবাজার : পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে সরকারের বিধি নিষেধ সংস্কারের দাবীতে আন্দোলনের মাঝে পর্যটনবাহী একটি জাহাজ চলাচলের কথা থাকলেও তা পিছিয়েছে আরও ১ দিন। এনিয়ে ধোঁয়াসা কাটছেনা পর্যটন সংশ্লিষ্টদের। এদিকে প্রশাসন বলছে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষা করে নিশ্চিত করা হবে সেন্টমার্টিন ভ্রমণ।
কক্সবাজার ভ্রমনে আসা পর্যটকদের আর্কষনের বড় অংশ সেন্টমার্টিন। আর এই দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার্থে অন্তবর্তীকালীন সরকারের দেয়া বিধি-নিষেধের ফলে পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে পর্যটক যাতায়ত বন্ধ থাকায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, সেন্টমার্টিনবাসীসহ নানা শ্রেণী পেশার লোকজন।
অন্তবর্তীকালীন সরকারকে সেন্টমার্টিন যাতায়াতে আরোপিত বিধিনিষেধ পূনর্বিবেচনার দাবীও জানিয়েছে সংশ্লিষ্টরা। যাতায়াত ও অবস্থান সীমিত করণের বিষয়টি অযৌক্তিক বলে দাবী তাদের। এতে পর্যটন শিল্পের পাশাপাশি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবে দ্বীপবাসী। এই নির্দেশনা সংস্কারের দাবীতে শহরে স্মরণকালের সড়ক অবরোধ, মানবন্ধন, মিটিং-মিছিলসহ আন্দোলনের শেষে গত ১৯ নভেম্বর মন্ত্রাণালয়ের নির্দেশনা অনুযায়ী সেন্টমার্টিনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়।
পরে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয় ‘কেয়ারী সিন্দাবাদ’ নামে একটি পর্যটনবাহী জাহাজ বৃহস্পতিবার সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। গত ২৭ নভেম্বর কক্সবাজার সদর উপজেলা পরিষদে আয়োজিত মিটিংয়ে সিদ্ধান্ত হয় শহরের বিআইডবিøউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের জাহাজ যাবে। ওই সময় ঘাট ও জাহাজ পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তাসহ ব্যবসায়ীরা। সব ঠিক থাকলে ১ ডিসেম্বর জাহাজ যাবে। এদিকে যাতায়ত সীমিতকরণ, ক্রটিপূর্ন ড্রেজিংসহ নানা অনিশ্চয়তার মধ্যে রয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দ্বীপবাসী।
কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন,
সরকারের নির্দেশনা অনুযায়ী সেন্টমার্টিনকে রক্ষা করে পর্যটক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। সরকার পলিথিন এবং দূষণমূক্ত সেন্টমার্টিন প্রতিষ্ঠা করতে চায় বলে জানান এই কর্মকর্তা।
সেন্টমার্টিনগামী জাহাজে ওঠার আগে এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরী করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাষ্টিকের পন্য পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকেরা সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার পর কোন হোটেলে থাকবেন, তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্টারে সংরক্ষণ করা হবে। এসব বিষয় না মানলে গুনতে হবে জেল-জরিমানা।