সৈকতের সাগর লতা নিধনে নেমেছে দ্যা ওয়েভ কিচেন রিসোর্ট। পরিবেশবাদীসহ সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আর্কষণ করছি। সাগরলতা। যেন সৈকতের নরম বালুতে সবুজের নতুন আলপনা। সবুজের বাঁকে বাঁকে গোলাপি ফুলের ঝিকিমিকি। কক্সবাজারের মানুষের মুখের ভাষায় এই লতার ডাকনাম ‘ডাউঙ্গা’। কক্সবাজার সৈকতের বিস্তৃত বালিয়াড়িজুড়ে নিঃসংকোচে জাল বিছিয়ে চলেছে এই সাগরলতা।
সামুদ্রিক জোয়ারের তীব্রতার সঙ্গে যুদ্ধ করে সৈকতে সৃষ্টি করে চলেছে নতুন নতুন বালিয়াড়ি। সাগরলতাও আস্তে আস্তে সৈকতজুড়ে একক আধিপত্য জানান দিচ্ছে। একেকটি সাগরলতা লম্বা হতে পারে ১০০ ফুটেরও বেশি। লতাটির রয়েছে আশ্চর্য সব গুণ। আর এদিকে এই সাগর লতা নিধনে নেমেছে দ্যা ওয়েভ কিচেন রিসোর্ট নামক রিসোর্টটি। ছবি ও প্রতিবেদন মোহাম্মদ হারুন শাহ উখিয়া, কক্সবাজার।