নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মোকাররম হোসেন নামে এক জেলে নিহত হয়েছে। এসময় ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যূরা। নিহত মোকাররম হোসেন ( ৪৫ ) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীররাতে বঙ্গোপসাগরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটেছে।
অক্ষত অবস্থায় ফিরে আসা জয়নাল উদ্দিন নামের এক জেলে বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ইসমাঈলের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টার দিকে অস্ত্রধারী জলদস্যুরা হামলা চালায় ট্রলারে। এতে মাঝি মোকাররম গুলিবিদ্ধ হয়৷
এ ঘটনার পর জলদস্যূরা আমাকে ও গুলিবিদ্ধ মাঝি মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দেয়। পরে অন্যান্য জেলেসহ ট্রলারটি অপহরণ করে নিয়ে যায় জলদস্যূরা।
ভূক্তভোগী এ জেলে বলেন, ঘটনায় গুলিবিদ্ধ জেলেকে অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মৃত্যু হয়। তার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, আজ বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে জলদস্যূদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক মাঝির মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে তিনি জেনেছেন। তবে গুলিবিদ্ধ জেলেকে উদ্ধার করে ট্রলার মালিক বাঁশখালী উপকূল দিয়ে চট্টগ্রাম নেওয়ার পথে মৃ্ত্যু হয়েছে। এ ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান ওসি কায়সার হামিদ।
ঘটনাটি নিশ্চিত করে আজ বেলা সাড়ে ৩টার দিকে কোস্টগার্ড কক্সবাজার জোনের ইনচার্জ মোহাম্মদ তারেক জানিয়েছেন, অপহরণের শিকার জেলেদের উদ্ধার ও জলদস্যুদের সন্ধানে নৌবাহিনী ও কোস্টগার্ড বঙ্গোপসাগরে যৌথ অভিযান চলমান রয়েছেন।