» সোনাদিয়া চ্যানেল থেকে মানব কঙ্কাল উদ্ধার সোনাদিয়া চ্যানেল থেকে মানব কঙ্কাল উদ্ধার | কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২৩-০৪-২৬ ০৮:৫২:৪১

সোনাদিয়া চ্যানেল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বার্তা পরিবেশক :  কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে ঘটিভাঙা মাঝের খালের উত্তর পাড়ে প্যারাবনের ভেতর থেকে মানবকঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করে।

মহেশখালী থানার এসআই ফরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মৎস্য শিকারিরা চিংড়ি ঘেরে মাছ ধরতে যাওয়ার সময় সোনাদিয়া চ্যানেলের প্যারাবনের ভেতরে মানবকঙ্কাল দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিবাগত রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানব কঙ্কালের মাথা, দেহের কিছু অংশ ও কিছু হাড় উদ্ধার করে। এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, মানবকঙ্কালের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

 

আরো সংবাদ