আমিনুল হক মহেশখালী : সৌদি আরবে ওমরাহ পালন করতে খামিস থেকে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হজযাত্রীদের বহনকারী বাস একটি ব্রীজের সাথে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে গেলে মহেশখালীর ২ জনসহ প্রায় ২০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মহেশখালী ২ জন হজযাত্রী হলেন বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার আহমদ উল্লাহ’র পুত্র মোহাম্মদ আসিফ ও বড় ডেইল এলাকার নুরুল ইসলাম’র পুত্র মোঃ শেফায়েত। সম্পর্কে তারা দুইজন খালাতো ভাই বলে সূত্র জানায়। তাদের মৃত্যর খবরে পরিবার সহ সমগ্র এলাকায় শোকের মাতম চলছে।
এদিকে সৌদি আরবের আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে গত সোমবার (২৭ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এ পর্যন্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা মহেশখালীর ২ জনসহ প্রায় ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহতের সংখ্যা প্রায় ২৯ জন বলে জানা গেছে। হতাহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা বিভিন্ন দেশের বলে ঐ সংবাদ মাধ্যমে বলা হয়েছে।