আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-১২-০২ ১৯:৩৫:৫২

আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক  : ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। রংপুর, খুলনা, ফেনী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

রংপুরে রাত আটটার দিকে প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা ভারত সরকারের বিরুদ্ধে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তারা সীমান্ত হত্যার বিচার এবং ভারতের সঙ্গে করা অসম চুক্তি বাতিলের দাবি জানান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাত নয়টার দিকে প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে।

খুলনায় রাত সাড়ে নয়টায় নগরের শামসুর রহমান রোড থেকে মিছিল বের হয়ে বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়।

ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বক্তারা ভারতের কর্মকাণ্ডের নিন্দা জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত নয়টার দিকে বটতলা এলাকা থেকে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল শেষে বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় সরকার গভীরভাবে ক্ষুব্ধ। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন এই হামলায় জড়িত বলে জানানো হয়।

আরো সংবাদ