সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার পৌরসভা টেকপাড়া সড়কের অত্যাধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এরশাদুল উলূম নূরানী মাদ্রাসা
ও তাকরীমুল কুরআন মডেল হিফযখানার হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর টেকপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাওলানা নুরুচ চোবাহান।
তিনি বলেন শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাতলী সৈকত পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নুরুল মোস্তফা।
মাদ্রাসার পরিচালক মাওলানা কফিল বিন আমির ও হাফেজ কায়দা আজম এর সভাপতিত্বে এবং মাওলানা রুহুল মতিন এর উপস্থাপনায় ১ জন হিফয সম্পন্নকারীকে পাগড়ি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সবক প্রদান করেন বাংলাদেশ তাহ্ফিজুল কুরআন সংস্থার প্রধান বিচারক মাওলানা মুফতি সোলাইমান কাসেমী।
এ সময় এরশাদুল উলূম নূরানী মাদ্রাসা ও তাকরীমুল কুরআন মডেল হিফযখানার হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠানে শিক্ষক অভিভাবকসহ গন্য মান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের পদচারণায় মূখর হয়ে উঠে মাদ্রাসা প্রাঙ্গণ। যোগ্য ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে প্রতিটি জনপদে এরশাদুল উলূম নূরানী মাদ্রাসা ও তাকরীমুল কুরআন মডেল হিফযখানার মতো প্রতিষ্ঠান গড়ে উঠুক এমন প্রত্যাশা সবার।