হোটেলের কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছামতো ভাড়া আদায় - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-১২-২২ ১৮:৩৩:১৬

হোটেলের কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছামতো ভাড়া আদায়

হোটেলের কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছামতো ভাড়া আদায়

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারে পর্যটকের ভিড় বাড়লেই হোটেল-মোটেলে শুরু হয় গলাকাটা বাণিজ্য। কে কত বেশি টাকা হাতিয়ে নিতে পারে সেই প্রতিযোগিতা শুরু হয়। এসব অভিযোগ দীর্ঘদিনের হলেও যেন দেখার কেউ নেই। হোটেল ভাড়া নিয়ে কোনো তালিকা না থাকায় অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। এতে করে কক্সবাজার পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও হোটেল মালিকদের সূত্রে জানা যায়, কক্সবাজারে পর্যটকের রাত যাপনের জন্য হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজ আছে পাঁচ শতাধিক। দৈনিক ধারণ ক্ষমতা ১ লাখ ২৮ হাজার জন। ১৬-২২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছেন প্রায় ৫ লাখ পর্যটক। পর্যটকরা থাকা-খাওয়া, যাতায়াত এবং কেনাকাটার বিপরীতে হোটেল-রেস্তোরাসহ পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকা ব্যবসা হয়েছে। পর্যাপ্ত রুম থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট হোটেল রুমে দাম বাড়িয়ে দেয়। এতে কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকরা হয়রানির শিকার হয়।

কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছে আকর্ষণ থাকে সৈকতের কাছাকাছি হোটেল ও সড়কের পাশে থাকা হোটেল। এই কারণে আড়ালে থেকেই যায় সুগন্ধা পয়েন্ট, লাইট হাউস, মেরিন ড্রাইভ সড়কের ভিতরে থাকা হোটেলগুলো। পর্যটকরা সৈকতের কাছাকাছি ও সড়কের পাশে থাকা হোটেলে গিয়ে রুম খোঁজে। কিন্তু তারা ভেতরে গিয়ে খুঁজেন না। এই সুযোগকে কাজে লাগায় সিন্ডিকেট। অটোরিকশা চালকদের দালাল হিসাবে নিয়োগ করে হোটেলের কক্ষের দাম দুই গুন বাড়ানো হয়। তখন দুই হাজার টাকার রুম হয়ে যায় দশ হাজার টাকা।

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, সাপ্তাহিক ছুটি ও বিশেষ দিনের ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেল গেস্ট হাউস গুলোতে চাপ থাকে। এবারের শীতের মৌসুমের শুরুতে পর্যটকের চাপ ছিল। কিন্তু আমাদের অনেক হোটেলে রুম খালি ছিল। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে কক্সবাজার হোটেল রুম খালি নেই। প্রকৃত অর্থে আমাদের অনেক রুম ফাঁকা ছিল। কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে হোটেল কক্ষের দাম অতিরিক্ত নিয়েছেন।

ঢাকা থেকে আগত পর্যটক হোসেন বলেন, রোববার সকালে বাস থেকে নেমেছি। অনেক হোটেলে গিয়ে রুম চাইলেও রুম পাচ্ছি না। একজন অটোরিকশা চালক কলাতলী হোয়াইট বীচ নামক একটি হোটেল গেলে দুই বেডের একটি রুমের দাম চাওয়া হয় ৯ হাজার টাকা। একদিন থাকব বললে পরে হোটেলের একজন লোক বলেন, রুম খালি নেই।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, কয়েকদিনে কক্সবাজারে লাখো পর্যটক এসেছে। এই সুযোগে কিছু অসাধু হোটেল ব্যবসায়ী অতিরিক্ত রুমের দাম আদায় করে। এমন অভিযোগে পরিপ্রক্ষিতে বেশ কয়েকটি হোটেল আমরা অভিযান চালিয়ে জরিমানা করেছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আসরা ব্যবস্থা নিচ্ছি।

আরো সংবাদ