পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ১২ বিএনপি নেতাকে শোকজ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২৩-০৫-২১ ১৩:২৬:১৩

পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ১২ বিএনপি নেতাকে শোকজ

পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ১২ বিএনপি নেতাকে শোকজ

বার্তা পরিবেশক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় বিএনপি ও অংগ সংগঠনের ১২ নেতাকে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। শোকজ করা নেতাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শোকজ করা নেতারা হলেন, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ (ওয়ার্ড নম্বর-৭)। নাছিমা আকতার বকুল (সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১০,১১,১২), আমিনুল ইসলাম মুকুল (ওয়ার্ড নম্বর-৩), আকতার কামাল আজাদ (ওয়ার্ড নম্বর-১), জাফর আলম হেলালী (ওয়ার্ড নম্বর-২), ওমর সিদ্দিক লালু (ওয়ার্ড নম্বর-৬), জাহেদা আক্তার সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৭,৮,৯), শাহাব উদ্দিন শাহেদ (ওয়ার্ড নম্বর-২), সাইফুল ইসলাম মিটন, (ওয়ার্ড নম্বর-১১), ওসমান সরওয়ার টিপু (ওয়ার্ড নম্বর-৭), আবছার কামাল (ওয়ার্ড নম্বর-১০) এবং আবদুল্লাহ আল মামুন রিয়াদ (ওয়ার্ড নম্বর-৪)।

আরো সংবাদ