»  ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করল ইউএনএইচসিআর  ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করল ইউএনএইচসিআর – কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২৩-০৬-০৬ ১২:১৪:২৬

 ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করল ইউএনএইচসিআর

 ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করল ইউএনএইচসিআর

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ-মায়ানমারের মধ্যে চলমান আলোচনায় প্রত্যাবাসনে স্বেচ্ছায় রাজি হওয়া চার পরিবারের ২৩ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

গেল সোমবার (৫ জুন) সকাল থেকে তাদের খাদ্য সহায়তা বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান।

তিনি বলেন, চীনের মধ্যস্থতায় পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছে ভাসানচরে বসবাসরত চারটি পরিবার। তারা স¤প্রতি কক্সবাজার এসে অবস্থান নিয়েছে। গেল সোমবার সকালে থেকে তাদের খাদ্য দেয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে বন্ধ করেছে তা ইউএনএইচসিআর এর পক্ষ থেকে জানানো হয়নি। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তবে এসব রোহিঙ্গাদের এখন বিকল্প ব্যবস্থায় খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

এ বিষয়ে ইউএনএইচসিআর এর কক্সবাজার অফিসের উপ-প্রধান ইখতিয়ার উদ্দিন বায়েজিদ জানান, চার পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করার বিষয়টি সত্য। তবে কেনো বন্ধ করা হয়েছে তা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। এ বিষয়ে মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

আরো সংবাদ