৪টি হত্যার বর্ণনা দেয়া রোহিঙ্গা যুবকের ভিডিও ভাইরাল - কক্সবাজার কন্ঠ রোহিঙ্গা ক্যাম্পে খুন, অস্ত্রবাজি,

রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৯-২৮ ১২:৩৯:১২

৪টি হত্যার বর্ণনা দেয়া রোহিঙ্গা যুবকের ভিডিও ভাইরাল

নিজস্ব  প্রতিবেদক  : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে হাশিম নামে এক রোহিঙ্গা যুবকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি নিজেকে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ইসলামী মাহাজ এর সদস্য দাবি করে ৪ টি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই যুবক নিজেকে উখিয়া ১৮ নম্বর ক্যাম্পের ৯৩ ব্লকের আব্দুল জাব্বারের ছেলে বলে দাবি করেন।
ফেসবুক থেকে লাইভ করা ওই ভিডিওতে তিনি চার মাঝিকে হত্যার বর্ণনা দিয়ে বলেন, তার মতো ২৫ জন যুবককে অস্ত্র দিয়েছে ইসলামী সংগঠন মাহাজ। যাদের কাজ ছিল হত্যার মিশন বাস্তবায়ন। যার জন্য তাদের দেয়া হতো মোটা অঙ্কের টাকা।
হাশিম বলেন, তাদের মূল কাজ ছিল প্রত্যাবাসন নিয়ে কাজ করাদের হত্যা করা। সম্প্রতি সময় ৫ থেকে ৬ দিনের মধ্যে মাহাজ তিন মাঝিসহ এক স্বেচ্ছাসেবককে হত্যা করেছে।
ওই ভিডিওতে খুনের শিকার মাঝিদের নামও বলেছেন এই যুবক। তিনি বলেছেন, ১৮ নং ক্যাম্পের হেড মাঝি জাফর, ৭ নং ক্যাম্পের ইসমাঈল, কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের এরশাদ ও হেড মাঝি আজিমুল্লাহকে তারা হত্যা করেছে।
একইভাবে লাইভে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ইসলামী মাহাজ সংগঠনের চার মুখপাত্রের নামও বলেন হাশিম।
তারা হলেন, জিম্মাদার সাহাব উদ্দিন, রহমত উল্লাহ, হেড মাঝি ভুইয়া, মৌলভী রফিক। এ চারজন এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান এই যুবক।
মোহাম্মদ হাশিম আরও উল্লেখ করেন, তাদের সামনে আরও বড়ো মিশন ছিল। কিন্তু সে নিজের  ভুল বুঝতে পেরে খারাপ জগত ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন।
অপরদিকে ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, ইসলামী মাহাজ রোহিঙ্গা ক্যাম্পে সব রকমের অপরাধ করে আসছে এবং ক্যাম্পের বড়ো ধরনের নাশকতা করে এই সংগঠনের সদস্যরা।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভিডিওটা তারা দেখেছেন। বিষয়টি তদন্ত করা হবে। একই সঙ্গে এই ভিডিও প্রকাশের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গ্রুপ আরেকটি গ্রুপকে ফাঁসতে এমন ভিডিও প্রচার করা হতে পারে। তবে তদন্তের পরে বিষয়টি পরিস্কারভাবে জানা যাবে।

আরো সংবাদ