অপরাধ করে কেউ ছাড় পাবে না : আইজিপি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০৫-০৩ ১৩:৪০:২৫

অপরাধ করে কেউ ছাড় পাবে না : আইজিপি

জসিম সিদ্দিকী কক্সবাজার :  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জলদস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছেন, এর আলোকে আমরা কাজ করছি। যদি কোনো অপরাধী ভালো পথে ফেরত আসতে চায়, তাহলে তাকে অবশ্যই সুযোগ দেয়া হবে। এ কারণে সুন্দরবন আমরা দস্যূমুক্ত ঘোষণা করতে পেরেছি। যেসব জলদস্যূ আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে কেউ অপরাধে জড়িয়ে যাচ্ছে কিনা তা আমরা নজরে রাখছি। বুধবার (৩ মে) বিকেল ৩টার দিকে কক্সবাজার জেলা পুলিশের কার্যালয়ের মাঠে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্পসহ দেশে নানা অপরাধের বিষয়ে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সব আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সকলে মিলে দেশে ভালো কাজগুলো করছি। যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে সেখানে পুলিশ পৌঁছে যাচ্ছে। অপরাধ করে কেউ ছাড় পাবে না। যে যতোই বড় অপরাধী হোক না কেন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন কৌশলে প্রথমে আমরা অপরাধীদের তালিকা করি। অপরাধের প্রমাণ পেলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে। কোনো ঘটনা সংগঠিত হলে কাউকে আমরা ছাড় দিচ্ছি না। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে আইন-শৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় আইজিপি বলেন, ঘটনাটি আমি শুনার পর ডিআইজিকে দ্রæত তদন্ত করতে বলেছি এবং সিআইডির টিম পাঠিয়েছি। এ ঘটনায় সকল ডিপার্টমেন্ট গুরুত্ব সহকারে কাজ করছে। এ ঘটনায় বেশ কয়েকজন আসামি ধরা পড়ছে। তারা ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। আমরা আশা করছি এই তদন্তে ভালো কিছু আসবে।

টেকনাফে অপহরণের ঘটনায় পুলিশ প্রধান বলেন, এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তাদের চিহ্নিত করার কাজ চলছে। এসব ঘটনায় যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। এজন্য সবাইকে অনুরোধ করবো প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আমাদের জানান।

 

সকালে আইজিপি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর কার্যাক্রম পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। স¤প্রতি রোহিঙ্গা ক্যাম্পে খুন অপহরণসহ নানা অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যাম্পকে নিরাপদ রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

সন্ত্রাসী গ্রæপগুলোর আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের কারণে অস্থিরতা বিরাজ করছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। প্রতিনিয়তই ঘটছে হত্যাকান্ড,গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ফলে আতংকে আছে সাধারণ রোহিঙ্গারা। এমন অবস্থায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রোহিঙ্গা পরিদর্শন করে গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে খুনখারাবি আগের তুলনায় কমেছে। রোহিঙ্গা সন্ত্রাসীরাও ধরা পড়ছে। মাদক ও অস্ত্র উদ্ধার হচ্ছে। আশ্রয়শিবিরে শান্তি শৃংখলা রক্ষায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি মাদক চোরাচালান নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে মাদকের কারণে টেকনাফসহ বিভিন্ন স্থানে অপহরণের ঘটনা ঘটছে। আশ্রয় শিবিরে সন্ত্রাস-মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর হবে।

দুই দিনের সফরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকতাদের সাথে বৈঠক করেন।

ব্রিফিংয়ের সময় এপিবিএনের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জামিল হোসেন, অতিরিক্ত উপ মহাপরিদর্শক (চট্টগ্রাম) প্রবীর কুমার রায়, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ