অবশেষে জরুরি অবস্থা ঘোষণা করল জাপান - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০৪-০৭ ১২:২৭:১২

অবশেষে জরুরি অবস্থা ঘোষণা করল জাপান

নিউজ ডেস্ক:  করোনার ক্রমবর্ধমান প্রকোপ ঠেকাতে জাপানের রাজধানী টোকিওসহ ৬টি প্রশাসনিক অঞ্চলে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই জরুরি অবস্থার ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা যায়। টোকিও ছাড়া জরুরি অবস্থার আওতাভুক্ত বাকি এলাকাগুলো হলো- কানাগাওয়া, সাইতামা, চিবা, ওসাকা, হোয়গো ও ফুকওকা। বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে ভয়াবহ থাবা মারছে প্রাণঘাতী করোনাভাইরাস, সেদিক থেকে জাপানে ততটা ভয়াবহভাবে ছড়ায়নি এ মহামারী। তবে নিউইয়র্কের মতো হঠাৎ করে টোকিওতেও যাতে মহামারী আকারে ছড়িয়ে না পড়ে, এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাপান এ জরুরি অবস্থা জারি করেছে। জাপানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন মারা গেছেন। টোকিওতে এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে এক হাজারে দাঁড়িয়েছে। এক মাসের জন্য টোকিও, ওসাকাসহ আরও ৫টি মহানগরীতে এ জরুরি অবস্থা জারি করা হচ্ছে। ওই ৭ প্রিফেকচারের গভর্নরদের সেখানকার স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার ক্ষমতা থাকলেও সেখানকার বাসিন্দাদের ঘরে বন্দি করে রাখার কোনো ক্ষমতা দেয়া হয়নি।

আরো সংবাদ