আগামী ৫ জুন বসছে বাজেট অধিবেশন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৫-১৮ ১৪:৫৪:৫৯

আগামী ৫ জুন বসছে বাজেট অধিবেশন

নিউজ  ডেস্ক  :  আগামী ৫ জুন শুরু হবে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) । ওই দিন বিকেল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। এই অধিবেশনে ২০২২–২৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে ৯ জুন।

আজ বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

এবারের বাজেট অধিবেশন আগের দুই বছরের জেট অধিবেশনের চেয়ে কিছুটা দীর্ঘ হবে বলে জানা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত দুটি বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হয়েছিল।

প্রতিবছর সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করেন। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবার অধিবেশন দীর্ঘ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সূত্র- সংবাদ

আরো সংবাদ