আত্মসমর্পনকারি ৯৭ ইয়াবা কারবারির বিরুদ্ধে চার্জ গঠন - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-২৭ ১১:৫৪:০৬

আত্মসমর্পনকারি ৯৭ ইয়াবা কারবারির বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারি ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে ৯৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এছাড়া জেল হাজতে একজনের মৃত্যু হওয়ার পাশাপাশি অপর ৪ জন অসুস্থতার কারণে আদালতে উপস্থিত ছিল না। ২৭ ফেব্রæয়ারি দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন বলে জানান কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। গত বছর ১৬ ফেব্রæয়ারী টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তালিকাভূক্ত ১০২ জন ইয়াবা কারবারি। পরে পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করে। পিপি ফরিদুল বলেন, গতকাল দুপুরে প্রথম দফায় আত্মসমর্পণকারি ১০২ জন ইয়বা কারবারিদের মধ্যে ৯৭ জনকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক তাদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন।
এছাড়া আত্মসমর্পণকারি ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে মোহাম্মদ রাসেল নামের এক আসামীর জেল হাজতে মৃত্যু হয়েছে। অপর ৪ জন অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেনি। আদালতে অনুপস্থিত থাকা এ ৪ আসামীর ব্যাপারে বিচারিক হাকিম পরবর্তীতে চার্জ গঠনের ব্যবস্থা নেবেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন সাবেক পিপি শামীম আরা স্বপ্না, মো. জাহাঙ্গীর আলম ও মো. মহিউদ্দিন।

আরো সংবাদ