আন্তর্জাতিক মহলের চাপ-সুপারিশে রোহিঙ্গাদের প্রত্যাবাসন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৪ মে ২০২৪ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০১-২৯ ১৩:০৫:১৭

আন্তর্জাতিক মহলের চাপ-সুপারিশে রোহিঙ্গাদের প্রত্যাবাসন

কক্সবাজার  : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার যৌথ প্রয়াস এবং আন্তর্জাতিক মহলের চাপ ও সুপারিশ সব মিলিয়ে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের দ্রæত প্রত্যাবাসনে সক্ষম হবে।
প্রতিমন্ত্রী শনিবার (২৯ জানুয়ারি) খ্রিষ্টান এইড এর আমন্ত্রণে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরনার্থী শিবিরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, রোহিঙ্গা ঢলের পর থেকে বাংলাদেশ সরকার মিয়ানমারের সাথে আলোচনার তেমন কোন সুযোগ পায়নি। তবে গত বছরের ২৭ জানুয়ারি মিয়ানমার সরকারের এডহক ট্রান্সফোর্স বাংলাদেশ সরকারের সাথে একটি সভা করে। যেখানে বাংলাদেশ সরকার প্রত্যাবাসনের জন্য ৮৩০টি রোহিঙ্গা পরিবারকে যাচাই বাচাই করে দেয়। এসময় প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল এবং এনজিও সংস্থার প্রতিনিধিসহ আরও অনেকেই।

আরো সংবাদ