আমি মরতে চাই - আজিজ রজভী - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০৫-০৮ ২২:৫৫:১৯

আমি মরতে চাই – আজিজ রজভী

আমি মরতে চাই
-আজিজ রজভী
________________

আজ থেকে কারো প্রতি
আমার কোনো অভিযোগ নেই;
যত পারো আমাকে আঘাত করো।
শুধু একটু বাঁচার আকুতি;
মানে আমি বাঁচতে চাই।

আজ থেকে কারো প্রতি
আমার কোনো অনুযোগ নেই;
আমাকে ক্ষত-বিক্ষত করো।
শুধু একটু বাঁচার আকুতি;
মানে আমি বাঁচতে চাই।

আজ থেকে কারো প্রতি
আমার কোনো অপবাদ নেই;
আমাকে অপবাদ দিয়ে জ্বালা মিঠাও।
শুধু একটু বাঁচার আকুতি;
মানে আমি বাঁচতে চাই।

আজ থেকে কারো প্রতি
আমার কোনো সমালোচনা নেই;
প্লিজ! আমার সমালোচনা করো।
শুধু একটু বাঁচার আকুতি;
মানে আমি বাঁচতে চাই।

আজ থেকে কারো প্রতি
আমার কোনো ভুল ধারনা নেই;
আমাকে নিয়ে যা ইচ্ছে বলো।
শুধু একটু বাঁচার আকুতি;
মানে আমি বাঁচতে চাই।

আজ থেকে কারো প্রতি
আমার কোনো দোষারূপ নেই;
যত দোষ আমাকে চাপাও।
শুধু একটু বাঁচার আকুতি;
মানে আমি বাঁচতে চাই।

আজ থেকে কারো প্রতি
আমার কোনো প্রতিবাদ নেই;
আমাকে যা ইচ্ছে করো।
শুধু একটু বাঁচার আকুতি;
মানে আমি বাঁচতে চাই।

আমি জানি-
মৃত্যু দূত বিদ্যুতবেগে তেড়ে আসছে
ধেয়ে আসছে রাঙা চোখে।
হয়তো ছিনিয়ে নিবে সব-সব স্বপ্ন
আমার কল্পনার বাতি নিভিয়ে দিবে নিরন্তন।
তবে যেতে হবে কবর; নিস্তব্ধ ঘরে
কী জানি নাকিরাইন কী প্রশ্ন করে।

তোমরা আমাকে আঘাত করো;
অভিযোগ করো আমার বিরোদ্ধে।
আমাকে ক্ষত-বিক্ষত করো;
আমার নামে অপবাদ দাও।

প্লিজ! আমার সমালোচনা করো;
আমাকে নিয়ে যত্তসব বাজে ধারনা করো।
আমাকে দোষারূপ করো;
অন্যের সব দোষ চাপাও আমার ঘাঁড়ে।
আমার কোনো অভিযোগ নেই;
অনুযোগ নেই। কোনো প্রতিবাদ নেই।

আমি তোমাদের ক্ষমা করবো
আমি ক্ষমা করে; ক্ষমা পেতে চাই।
আমার পাপ পাল্লার বোঝা;
আমি হালকা করতে চাই।

শুধু একটু বাঁচার আকুতি;
মানে আমি বাঁচতে চাই।
একটা কারন আছে-
আমি পাপী; আমি পাপ নিয়ে মরতে চাই না।
মরার আগে নিষ্পাপ হতে চাই;
অতঃপর আমি মরবো; আমি মরতে চাই।

লেখক : আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বিশিষ্ট লেখক ও গবেষক, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আব্দুল আজিজ রজভী।
সোহেল ভিলা; চট্টগ্রাম। ৯ মে-২০২০ ইং।

আরো সংবাদ