আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে রাষ্ট্র ব্যর্থ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১২-৩০ ০৪:৪৯:৫৪

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে রাষ্ট্র ব্যর্থ

নিউজ ডেস্ক:  টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর গত এক বছরে আর্থ-সামাজিকভাবে দেশ এগোলেও আর্থিকখাতে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ন্যায়বিচার ও সুশাসনের সূচকে অর্জন থাকলেও আওয়ামী লীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ তরুণ প্রজন্মের মন জয় করে দুর্নীতিমুক্ত দেশ গড়া।

গেল বছরের আজকের দিনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্যের ইশতেহার নিয়ে একদল নতুন মন্ত্রীর সমন্বয়ে দলটি বছরের শুরু থেকেই চেষ্টা করে নির্বাচনী ওয়াদা পূরণে।[the_ad id=”36489″]

তিন মেয়াদের ধারাবাহিকতার প্রথম বছরে বড় অঙ্কের বাজেট পাসের মতো, অর্জন ছিল মাথাপিছু আয় এক হাজার ৯০৯ ডলারে উন্নীত করার বিষয়টি। কিন্তু আর্থিকখাতের শৃঙ্খলার প্রশ্নে পিছিয়েই থাকে রাষ্ট্র।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দীন আহমেদ বলেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা তারা নিজেরা দুর্নীতি মুক্ত থাকলে তার অধীনে যারা কাজ করে তাদের পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়।

সিনিয়র সাংবাদিক স্বদেশ রায় বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ব্যবস্থাপনার সমস্যা রয়েছে। আমি মনে করি, আমাদের মতো দেশের অর্থনীতির সংবাদ খুব ভালো না।[the_ad id=”36442″]

আলোচিত নুসরাত হত্যাকাণ্ডের বিচার ও হোলি আর্টিসান মামলার রায় ন্যায়বিচারের দৃষ্টান্ত হিসেবে উঠে এলেও বাজারে পেঁয়াজের বাড়তি ঝাঁঝে রুষ্ট ছিল সাধারণ মানুষ।

সিনিয়র সাংবাদিক স্বদেশ রায় আরও বলেন, সারা বিশ্বে যে বার্তা গেছে তাতে বাংলাদেশ কোনোভাবেই জঙ্গি কবলিত দেশ নয়।  ডেঙ্গু আর পেঁয়াজের ঝাঁঝ শেখ হাসিনার বড় ক্ষমতার সময়কালের মধ্যে একটা বড় ব্যর্থতা দিয়ে গেছে।[the_ad_placement id=”new”]

গণতান্ত্রিক ধারার চর্চা জারি রাখা এ সরকারের সামনে আপাতত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলেও দুর্নীতি দূর করে তরুণদের মন জয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দীন আহমেদ বলেন, দুর্নীতি যারা করছেন বেশির ভাগই সরকারি দলের। এখন প্রশাসনের বিভিন্ন জায়গায় যে দুর্নীতি হচ্ছে তা খুঁজে বের করা উচিত সরকারের। তাদের মতে, গেল দুই মেয়াদে দেশে-বিদেশে রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলা করতে ব্যস্ত থাকা আওয়ামী লীগকে, সামনের দিনগুলোতে ইশতেহার পূরণ করে কাঙ্ক্ষিত দেশ গড়ার লক্ষ্যে পাড়ি দিতে হবে এখনো অনেকটা পথ।সূত্র- সময় টিভি অনলািইন

আরো সংবাদ