আলীকদম ইউএনও’র ট্রফি ভাঙ্গার ঘটনায় তদন্ত কমিটি গঠন - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৯-২৫ ১২:৫২:৩৫

আলীকদম ইউএনও’র ট্রফি ভাঙ্গার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক :  পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভাঙ্গার যে ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দপ্তর হতে এ তথ্য জানাগেছে।

গত শুক্রবার বিকেলে আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।

খেলার সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রায় ১০ হাজার মানুষের সামনে পুরস্কারের ট্রফি দুটি তিনি ভেঙ্গে ফেলেন। এ ট্রফি ভাঙ্গার ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এতে ইউএনও নেট দুনিয়ায় সমালোচিত হয়।

আরো সংবাদ