ঈদগাঁওর ক্রীড়াঙ্গনে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান সেভেন ষ্টার ইউনাইটেড ক্লাব  - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-০৩ ০৬:১৬:১৮

ঈদগাঁওর ক্রীড়াঙ্গনে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান সেভেন ষ্টার ইউনাইটেড ক্লাব 

এম আবুহেনা সাগর, ঈদগাঁও: ক্রীড়াঙ্গনে হারানো ঐতিহ্য আর প্রতিভাবান ফুটবলাদের ধরে রেখে মাঠে চষে বেড়াচ্ছেন সেভেন ষ্টার ইউনাইটেড নামের এক ক্রীড়ামুখী সংগঠন। ফেলে আসা পূর্বেকার দিনের মাঠ মাতানো ক্রীড়াঙ্গনকে ধরে রাখতে প্রাণপর চেষ্টা অব্যাহত রেখেছেন। মাঠের অভাবে হতাশ হয়ে পড়ার পাশাপাশি সামনে অগ্রসর হতে পারছেন না তারা। বৃহৎ এলাকা জুড়েই দীর্ঘদিন ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে ফের উজ্জীবিত করতে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন এই সংগঠন। বৃহত্তর ঈদগাঁও এলাকার প্রতিভাবান ফুটবলার  প্রতিবছর নিজ এলাকা কিংবা কক্সবাজার পেরিয়ে ঢাকামুখী হচ্ছে অত্র ক্লাবের পক্ষ হয়ে সদস্যরা। বর্তমানে সেভেন স্টার ইউনাইটেডের খেলোয়াড়রা ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে সবুজ মাঠে ফুটবল যুদ্বে চষে বেড়ানোর সুযোগ পান। এটি এলাকার জন্য গৌরব আর গর্বের বিষয়।  খুশির খবর,অত্র সংগঠনের তিনজন যোগ্যমান খেলোয়াড় রাকিব, জাহেদ ও জয় এখন দেশের সবচেয়ে বড় ক্লাব ঢাকা আবাহনী লি:  হয়ে মাঠে ফুটবল খেলছেন। তারা এলাকার সম্মান ও সুনাম বয়ে আনবে এমনটায় আশাবাদী ক্লাবের সদস্যরা। অন্যদিকে ঝিমিয়ে পড়া বা অভিভাবকহীন ঈদগাঁওর ক্রীড়াঙ্গনকে একধাপ এগিয়ে নিতে বর্তমানে সেভেন ষ্টার ক্লাবের ভূমিকা কোন অংশে কম নয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) ইউনিয়ন ভিক্তিক ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার ষ্টেডিয়ামে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে,এলাকার সম্মান বয়ে এনেছে। জেলার বিভিন্ন স্থানে যথানিয়মে ফুটবল খেলে যাচ্ছেন এ সংগঠনের সদস্যরা। আবার উপজেলা ভিত্তিক টিমে এই ক্লাবের অন্তত বহুজন খেলোয়াড় অংশগ্রহন করার সুযোগ পায়। সংগঠনের কর্ণধার হুমায়ুন আহমেদ ফাহিম  জানিয়েছেন,মোটিমুটি পর্যায়ে বৃহত্তর ঈদগাঁওর প্রতিটি পাড়া মহল্লা থেকে বাচাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের সাথে নিয়ে একটি ক্রীড়ামুখী ঈদগাঁও উপহার দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে গ্রামীন জনপদ থেকে উঠে আসা তরুন প্রজন্মের ফুটবলারেরা প্যাকটিস করার মত নেই কোন মাঠ বা স্থান। তারা কলেজ বা স্কুল মাঠে আপাতত প্যাকটিস চালাচ্ছেন বলেও জানান।
বিগত দেড়যুগ পূর্বে ঈদগাঁওর মাটি, ফুটবল জগতের ঘাটি হিসেবে পরিচিতি ছিল। সেই সুনাম আর ঐতিহ্যকে ধরে রাখতে বর্তমানে সেভেন ষ্টার ইউনাইটেড ক্লাব একবুক স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন সফলতার স্বর্ণ শিহরে পৌছতে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে”দেখা হবে বিজয়ে। এ শ্লোগানকে সামনে রেখে দুরন্তপনায় সামনের দিকে এগুচ্ছে তারা। ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের খেলোয়াড়,সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ ফাহিমের সাথে কথা হলে তিনি আরো জানান,বর্তমান সময়ে বৃহত্তর ঈদগাঁওর ক্রীড়াঙ্গনকে ধরে রাখতে সেভেন ষ্টার ইউনাইটেডের ক্লাবের বিকল্প নেই। মাঠ পেলেই ক্রীড়া ক্ষেত্রে আরো ভাল অবদান রাখতে পারবো। এ অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করছি।

আরো সংবাদ