ঈদের দীর্ঘ ছুটির মুখে পর্যটন নগরী কক্সবাজার  - কক্সবাজার কন্ঠ

সোমবার, ৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২২-০৪-২৯ ০৮:২৮:১৯

ঈদের দীর্ঘ ছুটির মুখে পর্যটন নগরী কক্সবাজার 

জসিম সিদ্দিকী :  সারাদেশের মতো পর্যটন নগরী কক্সবাজারও দীর্ঘ ছুটির মুখে পড়ছেন। আজ ২৯ এপ্রিল থেকে শুরু হবে এই ছুটি। শুধুমাত্র ১দিন অর্থাৎ ৫ মে ঐচ্ছিক ছুটি পেলেই সরকারি চাকরিজীবীরা একটানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন। গেল ২৮ এপ্রিল হবে সরকারি চাকরিজীবীদের ঈদপূর্ব শেষ কর্মদিবস। ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় সাধারণ ছুটির আওতায় পড়বেন তাঁরা। ১ মে মহান মে দিবস হওয়ায় রবিবার হলেও ওই দিন সরকারি ছুটি থাকবে। ২ থেকে ৪ মে পর্যন্ত তিন দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ৫ মে বৃহস্পতিবার হওয়ায় সরকারি কার্যালয়গুলো খোলা হবে।

এরপর আবার শুক্র ও শনিবার হওয়ায় সাধারণ ছুটির আওতায় পড়বে সরকারি চাকরিজীবীরা। যাঁরা ৫ মে ছুটি নিবেন। তাঁরা ধারাবাহিকভাবে ছুটি ভোগ করতে পারবেন। এদিকে, দীর্ঘ ছুটি পেয়ে ইতোমধ্যে ঘরমুখো হওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন কক্সবাজারে বসবাসরত সরকারি চাকরিজীবীরা। পরিবার পরিজন নিয়ে ঈদ করতে স্থায়ী ঠিকানা দিকে যাত্রা করবেন তাঁরা। এ জন্য বাসের অগ্রিম টিকেট কিনে ফেলেছেন অনেকে। আজ সন্ধ্যঅর পর থেকেই পরিবারের সদস্যদের নিয়ে গন্তব্যস্থলের উদ্দেশে যাত্রা করবেন তাঁরা।

যার সুবিধা নিচ্ছেন অসাধু পরিবহন ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে দূরপাল্লার বাসের টিকেট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে বাস কাউন্টারগুলো। কেউ প্রতিবাদ করলেই টিকেট নেই জানিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। ফলে যাত্রীরা বেশি দামে টিকেট কিনতে বাধ্য হচ্ছেন। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে মুসলিম স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদুল ফিতর’ উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে। ৩০ দিন প‚র্ণ হলে ঈদ হবে ৩ মে।

আরো সংবাদ