উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ : বিপুল পরিমাণ কাঠ জব্দ  - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-১২-০৮ ১১:১৪:৪১

উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ : বিপুল পরিমাণ কাঠ জব্দ 

উখিয়ায় অবৈধ করাতকল উচ্ছেদ : বিপুল পরিমাণ কাঠ জব্দ 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭ টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে উখিয়া বন বিভাগ। এ সময় করাতকলের সরঞ্জামসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। গতকাল মংগলবার রাতে এবং আজ বুধবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীনে উখিয়া রেঞ্জ অফিসের টহল টিম এই অভিযান চালায়।

উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী কাঠ পাচারকারী চক্র পালংখালী পাহাড়ি এলাকায় অবৈধ ভাবে করাতকল স্হাপন করে গভীর বনাঞ্চলের মুল্যবান গাছ কেটে করাতকলে এনে মজুদ করেছিল। এই করাতকল থেকে এসব বড়ো বড়ো গাছ সাইজ করে কেটে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছিল।

তিনি জানান খবর পেয়ে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশ ও বন বিভাগের টিম পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা থেকে অবৈধভাবে স্থাপিত ৭টি করাতকল উচ্ছেদ করা হয়। এসময় করাতকলের সরঞ্জাম এবং অবৈধ গাছের ডিপো থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। এ ব্যপারে বন বিভাগ উখিয়া থানায় বন আইনে পৃথক ৭টি মামলা দায়ের করে।

আরো সংবাদ