একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানালো জেলা পুলিশ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১৫ মে ২০২৪ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-২০ ১৯:৪১:৩১

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানালো জেলা পুলিশ

সংবাদ বিজ্ঞপ্তি:  অমর ২১ শে ফেব্রুয়ারী বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম। আজ সেই অমর একুশে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারী মানে বিশ্বে মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙ্গালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। তাইতো বাঙ্গালি বলে ওঠে,“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।[the_ad id=”36442″]

অমর ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (প্রবি), ডিআইও-১, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ