একুশে বইমেলায় জয়া জাহান চৌধুরীর রঙ্গীন প্রেম - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২০-০২-০৬ ১৮:৩২:০১

একুশে বইমেলায় জয়া জাহান চৌধুরীর রঙ্গীন প্রেম

বার্তা পরিবেশক:প্রকৃতির সাথে এক অদ্ভুত বন্ধন লেখিকা লায়ন জয়া জাহান চৌধুরীর। শৈশব কাটিয়েছেন পিতা-মাতা, ভাই-বোনসহ সবার আদরে। বর্তমানে তিনি জয়া কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক এবং লাইভ ইভেন্টের চেয়ারম্যান। ছোটবেলা থেকেই লেখালেখি করেন লায়ন জয়া জাহান চৌধুরী। তার লেখা গান বাংলাদেশের সব জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- ফাহমিদা নবী, শহীদ, কাজী শুভ, রাফি, প্রত্যয় খান, নির্বার, শশী, সাজিদ, এম.এস. রানা, আপনসহ অনেকে। সংগীত পরিচালক হিসেবে তার সাথে কাজ করেছেন, বিখ্যাত সুরকার পংকজ, রাজেশ, আরিফ, রাফি ও প্রত্যয় খান। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন মাদার তেরেসা গোল্ড মেডেলসহ নানা সম্মাননা ও পুরস্কার। ২০১৬ সালে একুশে গ্রন্থমেলায় তাঁর’ নির্বাচিত ছোটগল্প, ২০১৭ সালে কাব্যগ্রন্থ “বন্ধুত্ব”, ২০১৮ সালে উপন্যাস “বাস্তব জীবন” এবং ২০১৯ সালে “মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা। এই মহান নেত্রীকে নিয়ে লেখা-লেখিকা লায়ন জাহান চৌধুরীর বইতে ভূমিকা লিখেছিলেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। সমাজসেবা, বন্ধুদের সাথে আড্ডা ভ্রমণ ও ফুটবল-ক্রিকেটসহ সব ধরনের খেলা তার পছন্দ। সমাজ বাস্তবতা, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কাজ করতে উৎসাহী লায়ন জয়া জাহান চৌধুরী। এবার অমর একুশে গ্রন্থমেলায় নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য প্রেম, বিরহ, ভালবাসার এক অনন্য সাধের উপন্যাস “রঙিন প্রেম” প্রকাশ হয়েছে। উপন্যাসটি পাঠক প্রিয়তা পাবে, সকল বয়সের পাঠকদের ভাল লাগবে। অমর একুশে বইমেলা প্রাঙ্গনে বইটি রিদম প্রকাশনা থেকে বের হয়েছে, বইটি স্টল নাম্বার ৪৩৯ এবং ৪৪০ নম্বর স্টলে পাওয়া যাবে লেখিকা সবাইকে গ্রন্থমেলায় আসার অনুরোধ জানিয়েছেন। এই গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা বছরে একবার আসে দেশবাসী গ্রন্থমেলায় অপেক্ষায় থাকে। কেননা কবি সাহিত্যিক সবাই এখানে একত্রিত হতে পারে।

আরো সংবাদ