এবারের হজ প্যাকেজ অমানবিক-হাইকোর্ট - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২৩-০৩-১৪ ১৩:৩৮:০০

এবারের হজ প্যাকেজ অমানবিক-হাইকোর্ট

এবারের হজ প্যাকেজ অমানবিক-হাইকোর্ট

ঢাকা : সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজ প্যাকেজকে অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ধর্ম মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে হজের ব্যয় নিয়ে সরকারকে সবশেষ অবস্থা জানাতে আদালত নির্দেশ দিয়েছে।

হজের খরচ কমানোর নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের শুনানিতে মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে মাথাপিছু খরচ পড়বে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। কোরবানির খরচ এই প্যাকেজের মধ্যে ধরা হয়নি। কোরবানি বাবদ অর্থ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত রবিবার পর্যন্ত ৮০ হাজারের বেশি ব্যক্তি নিবন্ধন করেছেন। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে। সূত্র- একুশে পত্রিকা।

আরো সংবাদ