এভারেস্ট বেসক্যাম্পে বাংলাদেশের পতাকা উড়ালেন আশিক - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ৩ মে ২০২৪ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-১০-৩০ ০৮:১২:১৬

এভারেস্ট বেসক্যাম্পে বাংলাদেশের পতাকা উড়ালেন আশিক

এভারেস্ট বেসক্যাম্পে বাংলাদেশের পতাকা উড়ালেন আশিক
কক্সবাজার : নেপালের হিমালয়ের পর্বতচূড়া এভারেস্ট বেসক্যাম্প সফলতার সাথে আরোহন করেছেন কক্সবাজারের কৃতি সন্তান শেখ আশিকুজ্জামান আশিক। নেপালে দক্ষিণ বেস ক্যাম্পে ৫,৩৬৪ মিটার (১৭,৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে শেখ আশিকুজ্জামান আশিক গত ২২ অক্টোবর পৌঁছে গর্বের সাথে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডয়ন করেন।
শেখ আশিকুজ্জামান আশিক কক্সবাজারের এই প্রথম কোন নাগরিক হিসাবে এভারেস্ট বেসক্যাম্পে সফলতার সাথে আরোহন করেন। অদম্য মনোবল সম্পন্ন, মেধাবী ও সাহসী শেখ আশিকুজ্জামান আশিক কক্সবাজারের মধ্যম টেকপাড়ার মরহুম শেখ এত্তেজা হোসেন ও মরহুমা শেফাইতুল আলমের একমাত্র সন্তান। কক্সবাজার শহরের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘হোসেন ব্রাদার্স’ এর স্বত্বাধিকারী। স্বপ্নবাজ শেখ আশিকুজ্জামান আশিক টেকপাড়া সোসাইটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যানমূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (কসউবি) এর এসএসসি ২০০১ ব্যাচের কৃতি ছাত্র।

আরো সংবাদ