ওমিক্রন আতঙ্কে বিশ্ব পুঁজিবাজারে মন্দা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-১২-০১ ০৫:১৭:৪৪

ওমিক্রন আতঙ্কে বিশ্ব পুঁজিবাজারে মন্দা

ওমিক্রন আতঙ্কে বিশ্ব পুঁজিবাজারে মন্দা

নিউজ  ডেস্ক : করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাব পড়েছে বিশ্ব পুঁজিবাজারেও। মঙ্গলবার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক শেয়ারবাজারের প্রায় সব  সূচক ছিল নিম্নমুখী।

ওমিক্রন আতঙ্কের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারে।দক্ষিণ কোরিয়ার কসপির সূচক পতন হয়েছে ২ দশমিক ৪ শতাংশ। জাপানের নিক্কেই ২২৫’র সূচক নেমেছে ১ দশমিক ৬ শতাংশ।একই অবস্থা হংকংয়ের হ্যাং সেং ইনডেক্সেরও। তবে সাংহাই কম্পোজিটের অবস্থা স্থিতিশীল রয়েছে

এশিয়ার পরই বাজে অবস্থা আমেরিকার শেয়ারবাজারের। মার্কিন ডো জোনস সূচক দর হারিয়েছে ১ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০’র সূচক পড়েছে ০.৮ শতাংশ। আর নাসডাকের সূচক কমেছে প্রায় ০.৪ শতাংশ।

এশিয়া-আমেরিকার মন্দা হাওয়া লেগেছে ইউরোপের শেয়ারবাজারেও। এ অঞ্চলের স্টোকস ৬০০ সূচক ছিল শূন্য দশমিক ৬ শতাংশ কম।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ওমিক্রনের ফলে করোনা মহামারি দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। চাকরি বাজারে অস্থিরতা সৃষ্টি হবে। প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলের দাম কমবে। বিশ্ব শেয়ারবাজারেরও মন্দাভাব বিরাজ করবে।

আরো সংবাদ