সাবেক ওসি প্রদীপ আটক, আনা হচ্ছে কক্সবাজারে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৮-০৬ ০৮:৫৭:৫৭

সাবেক ওসি প্রদীপ আটক, আনা হচ্ছে কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক  : পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে আটক করা হয়েছে। ৬ আগস্ট চট্টগ্রাম থেকে তাকে পুলিশ আটক করে। জানা গেছে, বর্তমানে ওসি প্রদীপ কুমার দাশকে বহনকারী গাড়িটি কক্সবাজারে উদ্দেশ্য রওয়ানা দিয়েছে। ৫ আগষ্ট রাতে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়। এর আগে, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোষ্টে গাড়ি থেকে নামতে বলে চার রাউন্ড গুলি ছুঁড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী।

এদিকে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ’র আদালত টেকনাফ থানাকে সরাসরি মামলাটি রেকর্ড করার নির্দেশ দেন। মামলার আদেশের কপি কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে গতকাল রাতে টেকনাফ থানায় পৌঁছার পর মামলাটি রেকর্ড করা হয়েছে। যার নং- সিআর ৯৪/২০২০ ইং (টেকনাফ)। উক্ত মামলাটি রেকর্ড হওয়ার পর ওসি প্রদীপসহ বাকী আসামীদের গ্রেফতারে আর কোন বাধা নেই। এই বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আদালতের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, এটি যেহেতু আমলযোগ্য অপরাধ তাই আসামীরা যেকোন সময় গ্রেফতার হতে পারেন। এবিষয়ে জানার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ফোন করলেও রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।

আরো সংবাদ