কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০৩-০৫ ২০:০১:২৩

কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল

জসিম সিদ্দিকী, কক্সবাজার : করোনার ভীতি হ্রাস পাওয়ায় কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল নেমেছে। লকডাউনের সময় যেখানে ৩ থেকে ৪ শতাধিক পর্যটক আসতো সেখানে এখন লাখ লাখ পর্যটক আসতে শুরু করেছে। এসব আগত পর্যটকদের মাঝে স্বাস্থ্য সচেতনতায় কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসন। পর্যটকদের স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। পর্যটন কেন্দ্রগুলোতে একাধিক মোবাইল টিম এ নিয়ে কাজ করছে। কক্সবাজার জেলা প্রশাসনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজারের পাশাপাশি দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দেশি-বিদেশি পর্যটকের ঢল নেমেছে। আগত পর্যটকদের মাঝে নেই কোনো ধরণের স্বাস্থ্যবিধির লক্ষণ। পর্যটন মৌসুমের শেষের দিকে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে সেন্টমার্টিন আসছেন ১০ থেকে ১২ হাজারো পর্যটক। রাত্রিকালীন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে নদী-সাগর পাড়ি দিয়ে হাজারো পর্যটক এখন সেন্টমার্টিনে।

ইতোমধ্যে দ্বীপের শতাধিক আবাসিক হোটেল এবং কটেজসমূহ আগত পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার (৫ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিনের সৈকতের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল শুক্কুর। তিনি সংবাদকে জানান, গত ৩ দিন ধরে সেন্টমার্টিনে প্রায় ১২ থেকে ১৫ হাজার পর্যটক আগমন করেছেন। মনে হচ্ছে পর্যটকের আনাগুনায় আলোকিত হয়ে গেছে প্রকৃতি সেন্টমার্টিন। এদিকে অতিরিক্ত পর্যটক আগমনে দ্বীপের প্রবালগুলো প্রায় হারিয়ে যেতে চলেছে। যার কারনে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাতœক হুমকির মুখে পড়েছে সেন্টমার্টিন। এনিয়ে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান পরিবেশবাদীরা।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার শহরের সাড়ে ৪ শতাধিক আবাসিক হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও রিসোর্ট এ প্রায় দেড় লাখ পর্যটক এসেছে। করোনার ভীতি হ্রাস এবং মৌসুমের শেষ দিকে কক্সবাজারে আরও পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে।

এদিকে ছুটির দিনগুলোতে বাড়ে দর্শনার্থী সমাগম। দীর্ঘসময় ঘরে বন্দী থাকার পর করোনার ভীতি হ্রাস পাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করছে সমুদ্র সৈকত পাড়, বাণিজ্য মেলায়, হিমছড়ি পাহাড়ী ঝর্ণায়, পাথুরে বীচ ইনানী, দরিয়ানগর, মহেশখালীর আদিনাথ মন্দির, সেন্টমার্টিন ও ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কসহ জেলার বিভিন্ন পর্যটন স্পটে দেশী-বিদেশী পর্যটক আগমন চোখে পড়ার মত। এ বিপুল সংখ্যক পর্যটকের আগমনে কর্মব্যস্ততা বেড়েছে সৈকত এলাকার ফটোগ্রাফার, জেডস্কি ও বিচ বাইক চালকদের।

একই সঙ্গে জমজমাট ব্যবসা শুরু হয়েছে বার্মিজ মার্কেটগুলোতে। ক্রেতাদের উপচেপড়া ভিড়ে পণ্যের কেনাবেচায় সরগরম হয়ে উঠেছে শপিংমলগুলো। এ আশানুরূপ পর্যটক আগমনে পর্যটন সংশ্লিষ্টরা দারুণ খুশি উপভোগ করছেন। বর্তমানে ভরা মৌসুমে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আগমন করায় ক্ষতি পুষিয়ে উঠেছেন ব্যবসায়ীরা।

এদিকে শুক্রবার (৫ মার্চ) দিনব্যাপী কক্সবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্র সমবেত হয়েছে প্রায় দেড় লাখ পর্যটক। আজ (৬ মার্চ) শনিবার এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। গত সপ্তাহ খানেক আগে থেকে আগাম বুকিং হয়ে আছে হোটেল মোটেল রিসোর্ট। এসব হোটেল রিসোর্টে দেড় লাখ মানুষের রাত যাপনের সুযোগ রয়েছে। সন্ধ্যার শীতল হাওয়ার স্পর্শ নিতে লোকারণ্য সৈকতের বালিয়াড়ি ও হোটেল-মোটেল জোনের অলিগলি।

টইটম্বুর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সর্তক অবস্থায় দায়িত্ব পালন করছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও খাবার পানির ব্যবস্থা রয়েছে সৈকত পাড়ে। গোসল করাকালীন বিপদাপন্ন পর্যটকদের রক্ষার্থে সর্তক অবস্থায় রয়েছে লাইফগার্ড কর্মীরা। পাশাপাশি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে পর্যটকদের সচেতন থাকার পরামর্শ দিয়ে মাইকিং করছে জেলা প্রশাসনের বিচ কর্মীরা।

কক্সবাজারের তারকামানের হোটেল সি-গালের এজিএম মোহাম্মদ আরেফিন জানান, তিনদিনের ছুটি পেয়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক কক্সবাজারে এসেছে। যার কারনে অধিকাংশ হোটেল-মোটেল ও রিসোর্ট আগাম বুকিং ছিলো।

কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, এ করোনাকালে আশানুরূপ পর্যটক আগমনে পর্যটন সংশ্লিষ্টরা খুশি। তিনি জানান, করোনার ভীতি হ্রাস পাওয়ায় প্রতিদিন কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের কাছ থেকে যাতে অতিরিক্ত কেউ ভাড়া নিতে না পারে সে ব্যাপারে কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতি সর্তক রয়েছে।

সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, বিপুল সংখ্যক নারী-পুরুষ সৈকতে এসেছে। ঢেউয়ের তালে দাপিয়ে বেড়াচ্ছে সব বয়সের পর্যটক। অনেকে বিপদসীমার বাইরেও চলে যায়। তাদের কিনারায় আনতে এবং নিরাপদ থাকতে বার বার সতর্ক করা হচ্ছে।

কক্সবাজার চেম্বারের দেয়া তথ্যমতে, শুক্রবার (৫ মার্চ) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার শহর, ইনানী ও সেন্টমার্টিন, বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীসহ জেলার বিভিন্ন নান্দনিক স্থানে প্রায় দেড় লাখের বেশি পর্যটক আসছে। এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানান, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিনিয়ত বাড়ছে পর্যটক। করোনাকালে যেখানে ৩ থেকে ৪ শতাধিক পর্যটক আসতো। সেখানে এখন প্রতিদিন লক্ষধিক পর্যটক কক্সবাজারে আসছে। যার কারেনে পর্যটন ব্যবসার উত্তরণ ঘটেছে। এ সময় আশানুরূপ পর্যটক আগমনে পর্যটন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, পর্যটক নিরাপত্তায় সৈকত ও আশপাশে পোশাকধারী পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের বিশেষ রেসকিউ টিম, ইভটিজিং কন্ট্রোল টিম, ড্রিংকিং জোন, দ্রুত চিকিৎসাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সৈকতে বীচ বাইক নিয়েও রয়েছে টহল। রয়েছে ৩টি বেসরকারি লাইফ গার্ড সংস্থার অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড কর্মী। কন্ট্রোল রুম, পর্যবেক্ষণ টাওয়ারসহ পুরো সৈকত পুলিশের নজরদারির আওতায় রয়েছে।

আরো সংবাদ