কক্সবাজারে ইউপি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২১-০৯-২১ ০৫:৫৩:১৩

কক্সবাজারে ইউপি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ৪ উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান নূর হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী), টেকনাফ সদর ইউনিয়নে জিয়াউর রহমান (বিএনপি সমর্থিত) ও হ্নীলা ইউনিয়ন পরিষদে রাশেদ মাহমুদ আলী নির্বাচিত হয়েছেন। তাছাড়া হোয়াইক্যং ইউনিয়নে এগিয়ে রয়েছে মাওলানা নুর আহমদ আনোয়ারী (জেলা জামায়াত আমীর)। এই ইউনিয়নে ২টি ভোট কেন্দ্র স্থগিত রয়েছে। এছাড়া মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে এডভোকেট শেখ কামাল (আওয়ামী লীগ), হোয়ানক ইউনিয়নে ওয়াজেদ আলী মুরাদ (আওয়ামী লীগ বিদ্রোহী) ও মাতারবাড়ী ইউনিয়নে এস এম আবু হায়দার (আওয়ামী লীগ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), কৈয়ারবিলে আজমগীর মাতব্বর (আওয়ামী লীগ), লেমশীখালীতে আকতার হোসেন (বিএনপি) ও দক্ষিণ ধুরুং আলাউদ্দিন আজাদ (বিএনপি) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উত্তর ধুরুং ইউনিয়নের আবদুল হালিম ও বড়ঘোপ ইউনিয়নে আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন এগিয়ে (স্বতন্ত্র) রয়েছেন। এছাড়া পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে জাহেদুল ইসলাম (আওয়ামী লীগ) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে চকরিয়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আলমগীর চৌধুরী (আওয়ামী লীগ) ও মহেশখালী পৌরসভা থেকে ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন মকসুদ মিয়া (আওয়ামী লীগ)।

আরো সংবাদ