কক্সবাজারে এসএসসিতে পাশের হার আর জিপিএ বেড়েছে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০৫-৩১ ১২:৩৩:০৯

কক্সবাজারে এসএসসিতে পাশের হার আর জিপিএ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার কক্সবাজারে পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে গত বছরের তুলনায়। একই সঙ্গে পাশের হারের দিক থেকে জেলার শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। জিপিএ ৫ প্রাপ্তি থেকে শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার জেলায় ২১ হাজার ৪১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে পাশ করেছে ১৭ হাজার ৭৯১ জন। এবার জেলায় পাশের হার ৮৫ দশমিক ৫৫ শতাংশ। যা গত বছর ছিল ৭৮ দশমিক ৪৮ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে ৯০৫ জন। যা গত বছর ছিল ৫৯০ জন।

পাশের হারের দিক থেকে জেলার শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ২৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে পাশ করেছে ২৪২ জন। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৭ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১৬ জন।

জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ২৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে পাশ করেছে ২৬৩ জন। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৩৬ জন।

আরো সংবাদ