কক্সবাজারে ওসি প্রদীপ-লিয়াকতের ফাঁসির দাবীতে মানববন্ধন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৮-২৩ ০৭:৫৮:৫৭

কক্সবাজারে ওসি প্রদীপ-লিয়াকতের ফাঁসির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :  সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার শীর্ষ ২ আসামী ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি চেয়ে কক্সবাজার আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নির্যাতিতরা। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১ টার দিকে আদালত চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই সময় ওসি প্রদীপের ফাসি চাই, লিয়াকতের ফাসি চাই স্লোগ্নানে চারপাশে প্রকম্পিত করে উপস্থিতরা।

মানববন্ধনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি নাজনীন সরওয়ার কাবেরী ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক মহসীন শেখসহ নির্যাতিত অর্ধ-শতাধিক পরিবারের প্রায় দুই শতাধিক লোকজন অংশগ্রহন করেন।
এর আগে, সকাল ১০ টার দিকে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে মেজর সিনহা হত্যার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। এসময় আদালতে হাজির করা হয়েছে ১২ পুলিশ সদস্যসহ ১৫ আসামীকে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

আরো সংবাদ