কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৭-৩০ ০৭:২৮:১৯

কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। শুক্রবার সকালে “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রতিপাদ্যে আয়োজিত মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
জেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট  (বিএফআরআই) কক্সবাজার-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড, শফিকুল ইসলাম।
জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জ্যোতির্ময় ভৌমিক, কৃষি অধিদপ্তের উপ পরিচালক আশীষ রঞ্জন নাথ, সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মো নাজমুল হুদা,সেব প্রতিনিধি এস এম বাবর,হ্যাচারী প্রতিনিধি সাহেদ আলী বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় বলেন, কারেন্ট জাল আমাদের একটি জাতীয় সমস্যা, আমাদের আসলে সচেতন হওয়ার দরকার। মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন অভিযান এ সময়গুলোর বিধি-নিষেধে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য আরহণকারী,সেব ও হ্যাচারী প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইতমিধ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালী,আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, স্থানীয় বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শণী, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানাবিধ কর্মসূচি পালন করেছে কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি।

আরো সংবাদ