কক্সবাজারে দু'পক্ষের গোলাগুলিতে ১৫ পথচারী গুলিবিদ্ধ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৪-২২ ২৩:৫৩:৫৫

কক্সবাজারে দু’পক্ষের গোলাগুলিতে ১৫ পথচারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুলে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে অন্তত ১৫ জন পথচপারী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে খুরুশ্কল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুলিয়া পাড়া ফারুকের ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে গুলি বর্ষণ করা হয়। এতে ১৫জন পথচারী গুলিবিদ্ধ হয়।

খুরুশ্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ গুলি বর্ষণ করে। গুলিতে পথচারীরা গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর জেনেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ