কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু গ্রেফতার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২৩-০৯-১০ ১২:৫০:৩৪

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু গ্রেফতার

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু গ্রেফতার

কক্সবাজার : শহরের নাজিরারটেক সাগর মোহনায় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু সর্দার মনজুসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় ৩টি দেশীয় তৈরী অস্ত্র, ৪টি রাউন্ড কার্তুজ, ৩ রাউন্ড এমোনেশন, দুটি কিরিচসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ২ টার সময় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

রবিবার দুপুররে র‌্যাব-১৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জলদস্যু। তাদের মধ্যে অস্ত্র, নৌকা ও জনবল সংগ্রহকারী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সাগরে বিভিন্ন ফিশিং ট্রলারে ডাকাতি করে মাছ, জাল, মালামাল লুট করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দস্যুতার দায়ের অসংখ্য মামলা রয়েছে বলেও তিনি জানান। তিনি জলদস্যুদের হুশিয়ারী দিয়ে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।

আরো সংবাদ